বিজেপি-নরেন্দ্র মোদি সরকার দেশের সংবিধানকে ধ্বংস করছে বলে ফের একবার সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৭ বিজেপি বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের মঞ্চ থেকেই ২৪-এর বিরোধী জোটের রূপরেখা এঁকে দিলেন মমতা ৷ তাঁর কথায়, নরেন্দ্র মোদি সরকার দেশের ঐক্যকে ভেঙে দিচ্ছে ৷ সংবিধানকে গুঁড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে ৷ এর বিরুদ্ধে আমাদের জোট বেঁধে লড়াই করতে হবে ৷ গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিরোধীদের একজোট হওয়ার দরকার রয়েছে ৷ তাঁদের একমঞ্চে বসার দরকার ছিল ৷ আগামিদিনেও দরকার আছে ৷ আজ সেই কাজ শুরু হলো।
বুধবার দিল্লির কনস্টিটিউশনাল হল৷ এককথায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির আলোচনার স্থল হয়ে উঠেছিল ৷ মমতার ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন ১৭ দলের প্রতিনিধিরা ৷ শরদ পাওয়ার থেকে শুরু করে ফারুক আবদুল্লা, অখিলেশ যাদব থেকে শুরু করে মেহবুবা মুফতি ৷ বাম দলগুলির প্রতিনিধিরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিজেপির হাত থেকে দেশের অখণ্ডতাকে রক্ষা করতে সব বিরোধীরা একজোট হয়ে একজনকেই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তুলে ধরবে ৷ তিনি কে হবেন সে বিষয়ে আজ নিশ্চিত করে কিছু বলেননি মমতা ৷ সূত্রের খবর, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুক আবদুল্লার মতো ব্যক্তিত্বের নাম প্রস্তাব করেছিলেন মমতা ৷ যদিও আজকের বৈঠকে সবাই শরদ পাওয়ারের নামে সর্বসম্মতি হন, কিন্তু পাওয়ার নিজেই প্রার্থী হতে চাননি ৷
বৈঠক শেষে তৃণমূল নেত্রী বলেন, বিজেপির সরকার দেশের সর্বনাশ করছে ৷ দেশকে বাঁচাতে হবে ৷ দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে৷ সংবিধানকে রক্ষা করতে হবে ৷ এই সরকার নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশকে ‘বুলডোজ’ করছে ৷ এর বিরুদ্ধে বিরোধীদের একজোট হতে হবে ৷ একসঙ্গে বসে লড়াইয়ের রূপরেখা আঁকতে হবে ৷ একসঙ্গে বসে আলোচনার খুব দরকার ছিল ৷ আজ সেই কাজ শুরু হল ৷ আমাদের এখনও অনেকটা পথ চলতে হবে ৷ আজকে শুরু হল ৷ আগামিদিন বিজেপি বিরোধী এই জোটকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে ৷ শক্তিশালী করতে হবে ৷ মজবুত করতে হবে ৷
মমতার কথায়, বিজেপির হাত থেকে, মোদির হাত থেকে দেশকে বাঁচাতে বিরোধীদের ঐক্যবদ্ধ মঞ্চের খুব দরকার ৷ আজকের বৈঠকে মমতার আমন্ত্রিত পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না ৷ এপ্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রীর ব্যাখ্যা, এতগুলো বিরোধী দলের নেতা এসেছেন ৷ এটা একটা ঐতিহাসিক ঘটনা ৷ এতগুলো বিরোধী দলের প্রতিনিধিদের একসঙ্গে কোনও মঞ্চে এর আগে দেখা যায়নি ৷ যাঁরা আসেননি তাঁদের অনেক কাজ ছিল ৷ আমরা আলোচনা করেছি ৷ অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি বলে জানিয়েছেন ৷ রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত করার আগে প্রতিটি বিজেপি বিরোধী দলের সঙ্গে আমরা আলোচনা করব ৷ সিদ্ধান্ত নেব তারপরই ৷
মমতা বুঝিয়ে দিয়েছেন, বিজেপি বিরোধী জোটের রঙ্গমঞ্চ গঠনের কাজ বুধবারের দুপুর থেকেই শুরু হয়ে গেল ৷ ১৮ জুলাইকে সামনে রেখে যার সেমিফাইনালের প্রস্তুতি ৷ ২৪-এর রঙ্গমঞ্চও বলা যায় ৷ মমতা বুঝিয়ে দিয়েছেন, ২৪-এ অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করতে প্রতিটি বিরোধী দলকে একজোট হতে হবে৷ এর মধ্যে কোনও ফাঁক থাকলে চলবে না ৷ আলোচনা আরও চলবে ৷ আগামিদিনে আলোচনার মাধ্যমে সব দলকে একসঙ্গে নিয়ে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে ৷
Be the first to comment