২০২৪-এর ঘুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সম্ভবত সোমবারই দিল্লি যাচ্ছেন তিনি। তার মাঝেই রয়েছে প্রশাসনিক দায়িত্ব পালন। তবে এত কিছুর মাঝে অসুস্থ ভাইপোকে দেখতে বৃহস্পতিবার এসএসকেএম-এ পৌঁছে যান মমতা।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে কাবু মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। ভর্তি রয়েছেন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। সেই আবেশকে দেখতেই বৃহস্পতিবার নবান্ন থেকে এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ডঃ সোমনাথ কুণ্ডুর অধীনে চিকিত্সাধীন রয়েছেন আবেশ বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে ডঃ সোমনাথ কুণ্ডুর সঙ্গে কথা বলেন মমতা। খোঁজ নেন আবেশের। তাছাড়া মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষের সঙ্গেও আবেশের শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ নেন মমতা। চিকিত্সকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বর্তমানে আবেশের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে আগামী ২৬ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, বিরোধীদের মধ্যে বোঝাপড়া বাড়াতে। আর সেই লক্ষ্যে এখন থেকেই ময়দানে নামতে চাইছেন তিনি। দিল্লি গিয়ে তৃণমূল সুপ্রিমো আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, এনসিপি প্রধান শরদ পাওয়ারদের সঙ্গে বৈঠক করতে পারেন।
এছাড়াও কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোয় চণ্ডীগড় যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন মমতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের দিল্লি সফরে তাঁর পক্ষে চণ্ডীগড়ে গিয়ে কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হবে না। তবে তিনি জানিয়েছেন, কৃষক আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এক্ষেত্রে কৃষক নেতারা যদি দিল্লিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে তিনি করবেন।
Be the first to comment