‘abki baar modi sarkar’ ২০১৪-র লোকসভা ভোটে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দিল্লির কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী। আর তারপর দেখতে দেখতে সাত বছর অতিক্রান্ত। বিজেপির সেই স্লোগানকেই এবার হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। কেবল মোদীর নাম বদলে হয়েছে দিদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকালে টুইটারে ট্রেন্ডিং #AabKiBaarDidiSarkar।
এই হ্য়াশ ট্যাগ ব্যবহার করে টুইট করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা ওই পোস্টে তুলে ধরেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, সরকারের সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। এবার দেশের মানুষেরও এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে বসাতে চান তাঁরা।
২০২৪-এর লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ‘Bengal Model’। ২১ জুলাই বক্তৃতায় যা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলেন, ‘ক্ষমতায় এলে গোটা দেশে ফ্রিতে রেশন দেবো।’ সোমবার টুইটে সেই ‘Bengal Model’-কেই তুলে ধরলেন তৃণমূল নেতারা।
Be the first to comment