১৯ ডিসেম্বর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবীসিংহ পাটিলের ৮৩ তম জন্মদিন। আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটারে প্রতিভা পাটিলকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।
১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর মুম্বইয়ের নাদগাঁওতে জন্মগ্রহণ করেন প্রতিভা দেবীসিংহ পাটিল। তিনি ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি। স্বাধীনতার পর ভারতের ১২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। ভারতের রাজস্থান প্রদেশের গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালেই নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভৈরোঁ সিং শেখাওয়াতকে হারিয়ে তিন লক্ষেরও বেশি ভোট পেয়ে জয় লাভ করেন। ২০০৭ সালের ২৫ জুলাই তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
Be the first to comment