সংবিধান দিবস ও মুম্বই হামলায় নিহতদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মুম্বই হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শ্রদ্ধা জানালেন সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে। ২০১৫ সাল থেকে এই দিনটিকে সংবিধান  দিবস হিসেবে পালন করা  হয়। অন্যদিকে সংবিধানের প্রণেতা বাবা সাহেবকেও শ্রদ্ধা নিবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সংবিধান একটি পবিত্র বই। সংবিধানের রচয়িতারা দেশের ভিত্তি  নির্মাণ করেছেন। ভারতের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সাম্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।

মুম্বই হামলা সম্পর্কে মমতা লেখেন সেদিন যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের শ্রদ্ধা  জানাই। অন্যদের জীবন বাঁচাতে সেদিন শহিদ হয়েছিলেন সেনা ও পুলিশকর্মীরা। তাঁদের জন্য রইল স্যালুট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*