বিহার, রাজস্থান থেকে গুণ্ডা এনেছে বিজেপি। তাদেরকে দিয়েই এই দাঙ্গা করিয়েছে। বিদ্যাসাগর কলেজে দাঁড়িয়ে এদিনের সংঘর্ষ প্রসঙ্গে একথাই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘর্ষে ভেঙে যাওয়া বিদ্যাসাগরের মূর্তির অংশ হাতে নিয়ে দেখেন তিনি। কথা বলেন কলেজের অধ্যাপকদের সঙ্গে। ঘুরে দেখেন কলেজের ভেঙে যাওয়া বিভিন্ন সম্পত্তি।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান, বুধবার রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ এই ধরণের ঘটনার জন্য আমরা লজ্জিত ৷ ভোটে হারবে জেনেই বিজেপি এইসব করছে ৷ মমতার প্রশ্ন, যারা মণিষীদের সম্মান দিতে জানেন না তারা দেশ চালাবে কি করে? এছাড়াও ঘটনা ঘিরে উচ্চ-পর্যায়ের তদন্ত হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, উচ্চ পদস্থ আধিকারিকদের দিয়ে ঘটনার তদন্ত হবে। তবে কারা তদন্ত কমিটিতে থাকবেন তা পরে জানিয়ে দেওয়া হবে।
দেখুন ছবি-
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
শুনুন!
Be the first to comment