জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে কপ্টারে কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেনাবাহিনীর শালুগাড়া হেলিপ্যাডে নামতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটি ভিডিও বার্তায় সেনা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেনা আধিকারিকদের সঙ্গে দাঁড়ানো মুখ্যমন্ত্রীর সেই ভিডিওটি প্রকাশ করেছে সেনাবাহিনীও।
ভিডিওতে মুখ্যমন্ত্রী বলেছেন, “ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেব। শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে আজ সেই সুযোগ হল। অন্তত আমি তো আমাদের সেনাদের সঙ্গে দেখা করতে পারলাম।
গতকাল, মঙ্গলবার হেলিকপ্টারে ওড়ার পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন মুখ্যমন্ত্রী। কপ্টার শালুগাড়ায় জরুরি অবতরণ করে। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনোর পর থেকেই তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর আধিকারিকেরা। তাঁরাই কপ্টার থেকে তাঁকে নামতে সাহায্য করেন। সিঁড়ি ঠিক মতো না মেলায় মুখ্যমন্ত্রীর পায়ে কোমরে চোট লাগে। সেনার চিকিৎসকেরাই তাঁকে প্রাথমিক ভাবে দেখেনও।
কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “হেলিকপ্টার জরুরি অবতরণ করার পর যে তৎপরতার সঙ্গে কাজ করেছেন ওঁরা, যে ভাবে আমাদের যত্ন করেছেন, কোনও দিন ভুলব না।সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, মাতৃভূমির জন্য আত্মবিসর্জন দিতে পিছ-পা হন না কেউ। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা ওঁদের সম্মান করি।” মুখ্যমন্ত্রী আরও সংযোজন, “ওঁরা গোটা বছর পরিবারকে পাশে পান না। মাতৃভূমিই এঁদের পরিবার হয়ে উঠেছে। আপনাদের সেলাম, মাতৃভূমিকে সেলাম।”
Be the first to comment