প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে করা ‘নীচ’ মন্তব্য করে বিপাকে পড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আয়ার। বৃহষ্পতিবার জমজমাট শেষ বেলার প্রচার। তারই মাঝে এদিন সুরাটে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নীচ’ বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আয়ার। তিনি বলেন, নরেন্দ্র মোদী অত্যন্ত নীচ। সভ্যতার লেশ মাত্র নেই তাঁর মধ্যে। বর্তমান পরিস্থিতিতে তিনি যে ধরনের রাজনীতি করছেন তা অত্যন্ত অসভ্যতার সামিল। তাঁর এই মন্তব্যের পরই তোলপাড় শুরু হয় দেশজুড়ে। নিন্দায় সরব হন বিজেপির নেতা, কর্মীরা।
বিষয়টি অত্যন্ত অপমাণজনক বলে পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কংগ্রেস নেতারা আমাকে নীচ বলতেই পারেন। আমি তো সত্যিই নীচ। কারণ, আমি সেই সমাজের প্রতিনিধি সেখানে গরীব, দলিত, তফসিলি জাতি-উপজাতিরা বসবাস করেন। মোদী আরও বলেন, আমরা কথা নয়, কাজ করায় বিশ্বাসী। তাই কাজ করে যাব।
অন্যদিকে আয়ারের এই মন্তব্যকে ভালো ভাবে নেন নি কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন প্রধানমন্ত্রী সম্পর্কে মণিশঙ্কর আয়ারের ভাষা, মনোভাবে আমার সায় নেই। কংগ্রেস দল ও আমি নিজেও আশা করি, উনি এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। পাশাপাশি রাহুল আরও বলেন, নরেন্দ্র মোদী ও বিজেপি সবসময় কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমন করে। কিন্তু কংগ্রেসের সংস্কৃতি ও ঐতিহ্য আলাদা। তাই কংগ্রেসকে এসব মানায় না।
Be the first to comment