বৃহস্পতিবার ভোট দিতে যাওয়ার আগে আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর মহারানি তুলসিবতী বিদ্যালয়ে সস্ত্রীক ভোট দেন টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা। অন্যদিকে আগরতলা বিধানসভা কেন্দ্রের অভয়নগরে ভোটকেন্দ্রের বাইরে বেআইনি জমায়েতের অভিযোগ উঠলে তা সরিয়ে দেয় পুলিশ।
ত্রিপুরায় উপ নির্বাচনে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালী কেন্দ্রে তিনি লড়ছেন। ২০১৮-য় বিজেপির আশিস সাহা ওই কেন্দ্রে জিতেছিলেন। এ বার তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে মানিকের প্রতিদ্বন্দ্বী। রয়েছেন তৃণমূলের সংহিতা ভট্টাচার্য।
আগরতলা কেন্দ্রে আর এক পদত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মন এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন। রয়েছেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিন্হা। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও কংগ্রেস সমর্থন করছে উপজাতি দল তিপ্রা মথাকে। অন্যদিকে, সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যুতে উপ নির্বাচন হচ্ছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে।
Be the first to comment