সকাল সকাল ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবারে টাউন বড়দোয়ালী কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেখানে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মানিক সাহার। তাঁকে ঘিরে দলের আশা অনেকটাই বেশি। মানিক সাহার বিপরীতে যার সঙ্গে মূল লড়াই হতে চলেছে তিনি হলেন বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিসকুমার সাহার। ফলে এই কেন্দ্রে মানিক সাহাকে নিয়ে বিজেপির প্রেস্টিজ ফাইট !
নিজের কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক জানান, ভোট দিয়ে খুব ভালো লাগছে। জনসাধারণের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি এটাই অনেক। অন্যান্যবার এতটা আনন্দ হয় না। উপনির্বাচনে জিতলে মানুষের জন্য কাজ করব। তাঁদের কী সে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখব। উন্নয়ন করব। একইসঙ্গে আজ ৪ কেন্দ্রের উপনির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানান তিনি।
সকাল ৭টা থেকে শুরু হয়েছে নির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। আগরতলা, বড়দোয়ালি, সুরমা ও যুবরাজ নগর এই চারটি হাইভোল্টেজ কেন্দ্রে বৃহস্পতিবার উপনির্বাচন শুরু হয়েছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রেই। প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রয়েছে কেন্দ্রের বাইরে ও ভিতরে সিসিটিভি ক্যামেরাও। সব মিলিয়ে মোট ৭৩টি পোলিং স্টেশনকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
আগরতলা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ৫১,৭৩৯জন। টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৬,৬২২জন। সুরমা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৭,৩০০জন। যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩,৩৭১জন। ত্রিপুরা রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ১,৮৯,০৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯৩,৬৩৮ জন, মহিলা ভোটার সংখ্যা ৯৫,৩৮৯জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচ জন।
Be the first to comment