ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা। সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেব ইস্তফা দেওয়ায় রাজ্য বিজেপি নেতৃত্ব জরুরী বৈঠকে বসে। দুটি নাম নিয়ে চর্চা চলছিল-মানিক সাহা এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শেষ পর্যন্ত মানিক সাহার কাঁধে রাজ্যশাসনের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রদেশ নেতৃত্ব। জানা যাচ্ছে, বিপ্লব দেবকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। মানিক সাহা সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তার জায়গায় বিপ্লব দেবকে প্রার্থী করা হবে।
মানিক সাহা ত্রিপুরা বিজেপির সভাপতি। প্রসঙ্গত ২০১৬ সালে বিপ্লবকে ত্রিপুরা বিজেপির সভাপতি করে পাঠিয়েছিল দিল্লি। তারপর ২০১৮ সালে ভোটে জেতার পর বিপ্লবকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন বিপ্লব। সেই জায়গায় আনা হয়েছিল মানিকবাবুকে। এবার মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লবের জায়গায় এলেন এই চিকিৎসক। এদিন বিপ্লব দেবের বাসভবনেই পরিষদীয় দলের বৈঠক বসেছিল। সেখান থেকে বেরিয়ে মানিকবাবু বলেন, নতুন দায়িত্ব পেলাম। এতদিন যে ভাবে বিজেপির একজন কার্যকর্তা হিসেবে কাজ করেছি, এখনও তাই করব। তিনি এও বলেন, বিপ্লব দেবের সঙ্গে আমার অন্য রসায়ন রয়েছে। তা আজীবন থাকবে।
তবে মানিক সাহাকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার পিছনে উঠে এসেছে, দলে তাঁর গ্রহণযোগ্যতা। পাশাপাশি সকলকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা। সে কারণে মুখ্যমন্ত্রী পদে রাজ্য নেতৃত্ব তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নেয়। সরকারি ভাবে বিজেপি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। এখনও পর্যন্ত খবর, শনিবার রাত আটটা নাগাদ সরকারিভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
Be the first to comment