মণিপুরের ঘটনার প্রতিবাদে আগামিকাল প্রতিবাদ কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল।সিইএসসির সামনে দুপুর তিনটেয় এই কর্মসূচি পালন করা হবে।উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা প্রমুখ।রাজ্য জুড়ে জেলায় জেলায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে আমাদের নিন্দা জানানোর ভাষা নেই। সেই ঘটনার প্রতিবাদে আগামী এক মাসব্যাপী পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। প্রতিবাদ কর্মসূচি শুরু হবে দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের কর্মসূচি দিয়ে। এর পর ধাপে ধাপে মহিলা তৃণমূলের তরফে সাংগঠনিক ভাবে সব জেলায় প্রতিবাদ মিছিল করা হবে।’’
ইতিমধ্যে মহিলা তৃণমূলের তরফে সব জেলার মহিলা সভানেত্রীদের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। দলের তরফে বলা হয়েছে, সময় এবং সুযোগ বুঝে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা যেন এই কর্মসূচি নেন।
তিনি আরও বলেন,‘‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সারা দেশ স্তম্ভিত। প্রায় তিন মাস হল মণিপুর অশান্ত রয়েছে, আগুন জ্বলছে। এমন ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী চুপ করেছিলেন। আমরা সেই ঘটনার বিরুদ্ধে দেশ জুড়ে সরব হয়েছি। লোকসভা এবং রাজ্যসভায় আমাদের সাংসদেরা সরব হয়েছেন। এ বার আমরা রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হব।’’
Be the first to comment