মণিপুরে লাগাতার হিংসা ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় আগেই তীব্র ধিক্কার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, বিধানসভায় দাঁড়িয়ে মণিপুর নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে মমতা বলেন, ঘুরে বেড়াচ্ছেন আর মণিপুর জ্বলছে, মিজোরাম জ্বলছে।
এদিন বিধানসভার বাদল অধিবেশেনে যোগ দিয়ে নাম না করে মোদিকে প্রবল আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, মণিপুর নিয়ে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী! পুলওয়ামা নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের মন্তব্য টেনেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের গোলমাল নিয়ে এদিন বিধানসভায় আলোচনার প্রস্তাব দেয় BJP। প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে মণিপুরের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মে মাস থেকে দুই জনগোষ্ঠীর সংঘর্ষ চলছে। প্রাণ হারিয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। মমতা প্রশ্ন তোলেন, ‘‘মণিপুর নিয়ে অত ভয় কিসের? আপনি এ দিকে ঘুরে বেড়াচ্ছেন। টাকা দিয়ে উপহার দিচ্ছেন। আর মণিপুর জ্বলছে। মিজোরাম জ্বলছে।’’
Be the first to comment