মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে পাল্টে গেলো ঝড়ের সংজ্ঞা। ঘূর্ণিঝড় অক্ষি নয়, সমুদ্রে জলস্তর বেড়ে যাওয়ার জন্য সুপার মুনকেই এবার দায়ী করলেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর। রবিবারের সুপার মুনই, ঘূর্ণিঝড় অক্ষিকে ডেকে এনেছে বলে বিতর্কের মুখে পড়েন গোয়ার মুখ্যমন্ত্রী। পারিক্করের দাবি, সুপার মুনের টানে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণেই উপকূলে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, এখানেই থামেননি তিনি। তাঁর আরও দাবি, এই ধরণের বিপর্যয় মোকাবিলায় তার সরকারের কিছুই করার নেই। পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে তেমন কোনও পরিকাঠামোই গড়ে তুলতে পারেনি গোয়া সরকার। ফলে, চোখের সামনে মানুষের মৃত্যু দেখা ছাড়া পরিক্কর সরকারের কাছে অন্য কিছু করার ছিল না।
পাশাপাশি রাজ্যের ঘূর্ণিঝড় অক্ষির তাণ্ডব প্রসঙ্গে মনোহর পরিক্কর বলেন, এটা খুবই পরিষ্কার, রবিবারের সুপার মুনের প্রভাবে বড়সড় জোয়ার এসেছিল। জোয়ারের জলেই সামান্য কিছু ক্ষতি হয়েছে। কিন্তু, কোনও ঘূর্ণিঝড় হয়নি। যা হয়েছে সব জোয়ারের জলেই ক্ষয়ক্ষতি হয়েছে।
Be the first to comment