মনোহর পারিক্কর অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে, গোয়ার সরকার বাঁচানোর শেষ চেষ্টা চালাচ্ছেন অমিত শাহ

Spread the love
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন দিল্লির  এইমসে। সঙ্গে সঙ্গে সেখানে ঘনিয়ে উঠেছে রাজনৈতিক সংকট। গোয়া যাতে হাতছাড়া না হয়, সেজন্য সেখানে দৌড়ে গিয়েছেন দলের সভাপতি অমিত শাহ। বিজেপির শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
হাসপাতালে যাওয়ার আগে জোট সরকারের শরিক দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির নেতা সুধীন দাভালিকরকে অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন মনোহর।  তাতেই চটেছে অপর শরিক দল গোয়া ফরোয়ার্ড পার্টি।  সুযোগ বুঝে সরকার গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। তাদের দাবি, বিজেপির শরিক দলের কয়েকজন বিধায়ক তাদের সমর্থন করছেন। বিধানসভায় এখন তারা সংখ্যাগরিষ্ঠ।
অমিত শাহ এখন গোয়া ফরোয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাইয়ের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, বাইরে থেকে গিয়ে অমিত গোয়ার সরকার বাঁচাতে পারবেন কিনা সন্দেহ আছে। গোয়ায় পারিক্করের পরে বিজেপির কোনও বড় নেতা নেই। যে দুজনকে পারিক্করের উত্তরসূরী ভাবা হত তাঁদের একজন ফ্রান্সিস ডিসুজা গুরুতর অসুস্থ। নিউ ইয়র্কে চিকিৎসা করতে গিয়েছেন।  অপরজন বিদ্যুৎমন্ত্রী পান্ডুরঙ্গ মাদকাইকার কয়েক মাস আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
বিজেপির চিন্তা বাড়াচ্ছেন ছয় বিধায়ক। তাঁদের তিনজন গোয়া ফরোয়ার্ড পার্টির। বাকি তিনজন নির্দল। তাঁরা একটি ফ্রন্ট তৈরি করেছেন। ঠিক করেছেন ছজনে মিলে একসঙ্গে ভোট দেবেন। তাঁরা যাকে ভোট দেবেন, তারাই সরকার গড়বে ।
৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেসের আসন ১৬টি।  বিজেপির ১৪টি।  কংগ্রেস দাবি করেছে, বিধানসভায় ২১ জন বিধায়ক তাদের সমর্থন করবেন। এই অবস্থায় গোয়ার সরকার বাঁচানোর শেষ চেষ্টা চালাচ্ছেন অমিত শাহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*