রোজদিন ডেস্ক,কলকাতা :- শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সাত ঘণ্টার জন্য শিয়ালদহ – দমদম শাখায় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। জনা যায়,দমদম স্টেশনের ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ উত্তর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে।এই সময়ে একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শিয়ালদহ থেকে উত্তর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের লোকাল ট্রেন রয়েছে।
শিয়ালদহ-ডানকুনি রুট
৩২২৪৯ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল
৩২২৫২ ডাউন ডানকুনি-শিয়ালদহ লোকাল
শিয়ালদহ-বনগাঁ রুট
৩৩৮১১ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল
৩৩৮১৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল
৩৩৮২০ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল
৩৩৮২২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল
শিয়ালদহ-হাবরা রুট
৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা লোকাল
৩৩৬৫৩ আপ শিয়ালদহ-হাবরা লোকাল
৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল
৩৩৬৫৪ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল
শিয়ালদহ-দত্তপুকুর রুট
৩৩৬১৩ আপ শিয়ালদহ-দত্তপুকুর লোকাল
৩৩৬১২ ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল
৩৩৬১৬ ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল
৩৩৬১৮ ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল
শিয়ালদহ-হাসনাবাদ রুট
৩৩৫১৩ আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল
৩৩৫১৪ ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল
অন্যান্য রুটের বাতিল ট্রেন
রানাঘাট-শিয়ালদহ লোকাল: ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬
কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল: ৩১৩১২, ৩১৩১৬
গেদে-শিয়ালদহ লোকাল: ৩১৯১২
কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল: ৩১৮১২
নৈহাটি-শিয়ালদহ লোকাল: ৩১৪১৪
সময় পরিবর্তন
লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার (০৩১৭২) ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। এই ট্রেন শনিবার রাত ১০টা ১৫ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে।
Be the first to comment