সোদপুরে মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মাওবাদী নয়, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই কেউ একাজ করেছে।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় মাওবাদীদের পোস্টার সাঁটানো রয়েছে। পোস্টারে লেখা রয়েছে, মাওবাদী নেতা সুদীপ চোংদার অমর রহে। রাষ্ট্রীয় অত্যাচারের শিকার মাও নেতা-কর্মীদের আটক বা গ্রেপ্তার করা যাবে না। সোদপুর স্টেশন, অটো স্ট্যান্ড, সাব পোস্ট অফিস, গভর্নমেন্ট কোয়ার্টারের দেওয়ালে সাঁটানো হয়েছে পোস্টার।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে খড়দা থানার পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে এই ঘটনার সঙ্গে মাওবাদীদের যোগ নেই। নিছক ভয় দেখানোর জন্য কেউ একাজ করেছে।
Be the first to comment