আর্জেন্টিয়ান কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনা কিছুদিন আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছিলেন। যা আমেরিকা সরকার ভালোভাবে নেয়নি, সেটা বোঝা গেল এবার। ব্যক্তিগত কাজে আমেরিকা যাওয়ার জন্য মারাদোনার করা ভিসা আবেদন বাতিল করে দিয়েছে তারা। মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেন, মারাদোনা কিছু দিন আগে ভেনিজুয়েলার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সম্বন্ধে কিছু খারাপ মন্তব্য করেন। এছাড়াও প্রাক্তন স্ত্রী ক্লদিয়া ভিলাফেনের সঙ্গে আমেরিকার আদালতে চলা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন মারাদোনা।
Be the first to comment