১৬ শতাংশ সংরক্ষণের প্রস্তাব এবার মারাঠাদের জন্য; পড়ুন!

Spread the love

মারাঠাদের জন্য সরকারি ক্ষেত্রে ১৬ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দিলো বিশেষ প্যানেল ৷ এই প্রস্তাব পাস হলে, বর্তমানে মহারাষ্ট্রের মোট ৫২ শতাংশ সংরক্ষণের উপর আরও ১৬ শতাংশ চাপবে ৷ যার নির্যাস, মোট সরকারি সংরক্ষণ দাঁড়াবে ৬৮ শতাংশ ৷ প্রস্তাব পাস হলেই মারাঠারা সরকারি চাকরি ও অন্যান্য সুবিধায় বিশেষ অগ্রাধিকার পাবেন ৷ অবসরপ্রাপ্ত বিচারপতি এমডি গায়কোয়াড়ের নেতৃত্বে গঠিত কমিশনের পর্যবেক্ষণ, মহারাষ্ট্রের মোট জনসংখ্যার ৩০ শতাংশ মারাঠা হলেও, তাঁরা এখনও সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে রয়েছে ৷ প্রস্তাবে বলা হয়েছে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের তকমা দিতে যে ২৫টি শর্ত লাগে, তার সবগুলিতেই মারাঠা সম্প্রদায় ভুগছে ৷

বর্তমানে মহারাষ্ট্রে সরকারি ক্ষেত্রে মোট ৫২ শতাংশ বিভিন্ন জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত ৷ আগামী ১৫ দিনের মধ্যে মহারাষ্ট্রের মুখ্য সচিব ডি কে জৈনের কাছে এ বিষয়ে রিপোর্ট পেশ করবে কমিশন ৷ নানা সাংবিধানিক প্রক্রিয়া শেষ করতে আরও ১৫ দিন নেবে সরকার ৷ তারপর আগামী মন্ত্রিসভার বৈঠকে সিল করা রিপোর্টটি পেশ করা হবে ৷

সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশনেই মারাঠা সংরক্ষণ বিল পাস করবে দেবেন্দ্র ফড়নবীশ সরকার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*