জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করতে চলছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ৷ চলতি মাসের ১৩ তারিখ এই ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে৷ উল্লেখ্য ১৯৯৯ সালে কান্দাহার বিমান ছিনতাই, ২০০১ সালে সংসদে জঙ্গি হামলার ঘটনার মূল অভিযুক্ত মাসুদ আজহার৷ আন্তর্জাতিক মঞ্চে তখন থেকেই ভারত এই জঙ্গি নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল৷ এরপর ঘটে পাঠানকোট হামলা, উরি ও পুলওয়ামার মত জঙ্গি হানা। মাসুদকে নিষিদ্ধ ঘোষণা করতে চাপ বাড়ায় নয়াদিল্লি। পাকিস্তান অবশ্য মাসুদকে আড়াল করতে দাবি করে পুওলয়ামা হামলার সঙ্গে জইশ প্রধানের যোগ নেই।
ভারত এর আগেও (২০০৯ ও ২০১৬ সাল) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার দাবি করে৷ নিরাপত্তা পরিষদের স্থায়ী অন্যান্য সদস্য রাষ্ট্র নয়াদিল্লির দাবির সঙ্গে সম্মত হলেও চিন বাধা দেয়৷ যদিও পুলওয়ামা হামলার পর নয়াদিল্লি জানায় পাকিস্তানকে বিশ্ব আঙিনায় একঘরে করতে উদ্যোগী তারা৷ পাক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে উদ্যোগ নেয় আমেরিকা, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। জানা যায়, এই দাবিতে নয়া প্রস্তাব তারা পেশ করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। এই প্রস্তাব পাশ হলে মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেবে। এর ফলে বিশ্বজুড়ে নিষিদ্ধ হবে জইশ প্রধানের সফর। বাজেয়াপ্ত হবে তাঁর সম্পত্তি। আমেরিকা, ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের প্রস্তাবে সমর্থন থাকতে পারে রাশিয়ারও৷ এর আগেও মস্কোর তরফে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে সমর্থন জানানো হয়েছিল৷ তিন দেশের আনা নতুন প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা ও আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের হাতে রয়েছে ১০ কার্যদিন।
Be the first to comment