মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করতে চলেছে রাষ্ট্রসংঘ

Spread the love

চিনের বিরোধিতা সত্ত্বেও জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ফেলতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ। আর কয়েক ঘণ্টার মধ্যেই জইশ প্রধান হয়ে যাবে গ্লোবাল টেররিস্ট। পুলওয়ামা হামলার পর থেকেই মাসুদকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে ভারত-সহ একাধিক দেশ। মাসুদ আজহার ভারতে সংসদে হামলা সহ প্রচুর জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত।

পাশাপাশি পাঠানকোট, উরি, পুলওয়ামা-র মতো ভয়াবহ জঙ্গি হামলা ছাড়াও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালায় মাসুদ আজহার। মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তকমা দিতে রাষ্ট্রসঙ্ঘের উপর চাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। এর আগেও মাসুদকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা কার্যকরী হয়নি।

তবে ভারতের পাশে দাঁড়িয়ে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট বা আন্তর্জাতিক জঙ্গি তালিকায় সংযোজনের পক্ষে সওয়াল করেছে ফ্রান্সও৷ ২০১৭ সালে ব্রিটেন ও ফ্রান্সের পাশাপাশি একই পরস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রও৷ কিন্তু চিন বিরোধিতা করে৷ ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*