১০ থেকে ১৭ নভেম্বর কলকাতা মেতে উঠবে দেশ-বিদেশের সিনেমা নিয়ে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৩ বছরে পা রাখল এ বছর। উৎসবের ইতিহাসে এই প্রথম মাস্টারক্লাস চালু করতে চলেছে চলচ্চিত্র উৎসব কমিটি। কলেজ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সাইন্স বা ফিল্ম টেলিভিশনের পড়ুয়াদের তালিম দেওয়া হবে। তালিম দেবেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা প্রকাশ ঝা। মৃত্যদণ্ড, গঙ্গাজল, অপহরণ, রাজনীতি, আরক্ষণ, চক্রব্যুহ, সত্যাগ্রহ প্রভৃতি ছবিতে তাঁর মুন্সিয়ানার পরিচয় দিয়ে প্রকাশ চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম।
তথ্যচিত্রের জন্য পেয়েছেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। এফ.টি.টি.আই থেকে এডিটিং বিষয়ে স্নাতক হওয়া প্রকাশের কাছ থেকে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে শিক্ষা অর্জন করতে পারবে মাস্টারক্লাসের পড়ুয়ারা। ১৩ই নভেম্বর নন্দন-৩ এ হবে এই মাস্টারক্লাস। উৎসব কর্তৃপক্ষ এই সাধু উদ্যোগের অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য।
Be the first to comment