মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে, অবশেষে তা স্বীকার করে নিলো ইসলামাবাদ।পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে ৷ কিন্তু তিনি খুব অসুস্থ ৷ আপাতত বাড়িতেই আছে সে। শারীরিক অবস্থা এতটাই খারাপ, যে বাড়ি থেকে বেরনোর মতো অবস্থায় নেই মাসুদ ৷ ভারত প্রমাণ দিলে মাসুদকে আদালতে পেশ করা হবে ৷
পুলওয়ামা-সন্ত্রাসের ডসিয়র পাকিস্তানের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছে ভারত অর্থাৎ কোথায় জইশের ঘাঁটি, কীভাবে চলে জঙ্গি শিবির? সবটাই তথ্য-প্রমাণ দিয়ে ডসিয়রের মাধ্যমে জমা দিয়েছে কেন্দ্র। বুধবার পাক বায়ুসেনা ভারতের সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়। এনিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত।
Be the first to comment