উত্তপ্ত ময়ূরেশ্বর, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী; পড়ুন!

Spread the love
তৃণমূল বিজেপি সংঘর্ষে তেতে উঠল ময়ূরেশ্বর। জিকড্ডা গ্রামে দু’দলের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ১০০ দিনের কাজ নিয়ে ময়ূরেশ্বরের ১ নম্বর ব্লকে অশান্তির সূত্রপাত বলে জানা গেছে।
পঞ্চায়েত নির্বাচনে জিকড্ডা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও এখানকার রাওতারা সংসদটি দখল করে নেয় বিজেপি। তৃণমূলের অভিযোগ, আজ সকালে যখন তাদের সমর্থকরা ওই এলাকায় ১০০ দিনের কাজ করতে যান তখন বিজেপি কর্মীরা তাদের বাধা দেয়। বিজেপির পাল্টা দাবি, যেহেতু ওই এলাকাটি তাদের দখলে, তাই  সেখানে পুকুর কাটার কাজ করতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। এই নিয়ে শুরু হয় সংঘর্ষ। দু’দলের সমর্থকরা বাঁশ, লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হয়। তৃণমূলের দাবি, ঘটনায় তাদের প্রায় ১০ জন সমর্থক আহত হয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি, তাদেরও প্রায় ১০ জন আহত হয়েছেন। হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং এই হাতাহাতির ফলে দুই পক্ষেরই বেশ কিছু সমর্থক আহত হয়েছেন। মোট দশজনকে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। টহল চলছে গোটা গ্রাম জুড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*