পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোক্সী এই মুহূর্তে ডোমিনিকার জেলে রয়েছেন। তাঁকে ভারতে ফেরানো হবে কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই দিল্লি থেকে যাওয়া একটি বিমানকে ডোমিনিকায় দেখা গিয়েছে। তার পরেই চোক্সীকে ভারতে ফেরানোর জল্পনা আরও বেড়েছে।
গত শুক্রবার ডোমিনিকার ডগলাস চার্লস বিমানবন্দরে কাতার এগজিকিউটিভের একটি গ্লোবাল ৫০০০ বিমানকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বলে দাবি করেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম। তার আগের দিনই নাকি দোহা থেকে সেই বিমানটি দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে নেমেছিল। অবশ্য সেই বিমানে করে কেউ ভারত থেকে ডোমিনিকা গিয়েছেন, না কি সে দেশ থেকে কাউকে ফিরিয়ে আনার জন্য বিমান পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
Be the first to comment