মোদিকে খুনের হুমকি দিয়ে মেসেজ মুম্বই পুলিশকে

Spread the love

রোজদিন ডেস্ক :- এবার প্রাণে মেরে ফেলার হুমকি স্বয়ং প্রধানমন্ত্রী মোদিক। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দিয়ে হোয়্যাটঅ্যাপ মেসেজ পেয়েছে মুম্বই পুলিশ। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বার্তাটি এসেছে, সেটি অজমেরের বলে চিহ্নিত করেছে পুলিশ।

শনিবার সকালে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। বা তিনি মত্ত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআরও দায়ের করা হয়৷
তবে এই প্রথম নয়, এর আগে আরও অনেকবার মুম্বই পুলিশের ট্রাফিকের হেল্পলাইনে এমন প্রাণে মেরে ফেলার হুমকি বার্তা এসেছে।
প্রসঙ্গত, দিন দশেক আগে সলমন খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তিনি মানসিক ভাবে সুস্থ নন। অক্টোবর মাসে পুণে পুলিশের কাছে এ ধরনের একটি ভুয়ো ফোন এসেছিল। ওই অভিযোগে ৩৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ। পুণে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযুক্ত দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রীকে খুন করার জন্য একটি ফ্ল্যাটে বসে ছক কষছে দুষ্কৃতীরা। গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*