আবারও মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার সকালে দমদম মেট্রো স্টেশনের থার্ড লাইনে আগুনের ফুলকি দেখা যায়। যার জেরে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। অফিস টাইমে মেট্রো চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।
জানা গিয়েছে, এদিন নোয়াপাড়া থেকে দমদমে মেট্রো ঢোকার সময় থার্ড লাইনে কারশেডের কাছে আগুনের ফুলকি দেখা যায়। এরপর কালো ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে দেয় চালক। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় থার্ড লাইনের। বাইরে বের করে আনা হয় আটকে পড়া যাত্রীদের। এরপর থার্ড লাইনে মেরামতি করে প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় দমদম-কবিসুভাষ ডাউন লাইনের মেট্রো চলাচল। তবে কী কারণে এমন ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।
Be the first to comment