রোজদিন ডেস্ক :- এই প্রথম নোয়াপাড়া ও কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ)সেকশনের মেট্রো ট্রায়াল রান হলো।দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলল মেট্রোরেল ৬.৫ কিলোমিটার রেলপথ রেডি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার এই ট্রাইল রান চলবে তিন মাস।তারপরে রেলওয়ে সেফটি বোর্ডের সবুজ সংকেত মিললেই ট্রেন চলাচল করবে ওই সেকশনে।
সোমবার কলকাতা মেট্রো রেলের জি.এম ওই সেকশনের রেলপথের নিরাপত্তা খতিয়ে দেখবেন। নোয়াপাড়া জয় হিন্দ বিমানবন্দরের মধ্যে এই মেট্রো রেলের বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের নিরাপত্তার ইয়েলো লাইনের নিরাপত্তার দিকগুলি ও খতিয়ে দেখা হয়। শনিবার সন্ধ্যায় কুয়াশায় ভরা আবহাওয়ার মধ্যেই হুইসেল বাজিয়ে মেট্রোরেল ছুটে চলে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দরের দিকে।
Be the first to comment