মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর! শনিবাসরীয় ম্যাচ শেষে বিশেষ মেট্রো পরিষেবা

Spread the love

আজ আইএসএলের প্রথম ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগা‌ন সুপার জায়ান্ট।ম্যাচে শুরুর আগেই সবুজ মেরুন সমর্থকদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। মোহ‌নবাগান সুপার জায়া‌ন্টের আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেলওয়ে। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে কলকাতা মেট্রোর পক্ষ থেকে এই খবর জানানো হয়।

আজকের ম্যাচের পর সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত দুটি অতিরিক্ত মেট্রো চলবে। প্রথম মেট্রোটি ছাড়বে রাত ১০টায়, দ্বিতীয় মেট্রোটি ছাড়বে রাত ১০.০৭ মিনিটে। তবে আইএসএলের সব ম্যাচেই বিশেষ মেট্রো পরিষেবা থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

চলতি মরসুমে আইএসএল ম্যাচ শেষ হবে রাত ৯.৪৫ মিনিটে। সমর্থকদের কথা বিবেচনা করে অতিরিক্ত বাস চালানোর আবেদন জানিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।এছাড়াও, মেট্রোরেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মোহনবাগান। ম্যাচ শেষ হওয়ার পর অতিরিক্ত ৩ টি মেট্রোর অনুরোধ করা হয়েছে বলে জানা যায়। স্টেডিয়াম থেকে বিভিন্ন রুটের জন্যে যাতে বাড়তি বাসের ব্যবস্থা করা যায় তার জন্যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরকে। ম্যাচ শেষে যুবভারতী থেকে উল্টোডাঙ্গা, সায়েন্স সিটি, ধর্মতলা রুটে বাস চালানোর জন্য আবেদন সরকারকে। ম্যাচ শেষে সেক্টর ৫ শিয়ালদহ রুটে তিনটে মেট্রো চালানোর জন্য আবেদন করল মোহনবাগান সুপার জায়ান্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*