জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে জন বার্লা, কোন ৪৩ জনের জায়গা হলো নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়? রইলো তালিকা!

Spread the love

দ্বিতীয় দফার মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বড়সড় নামের উপর যেখানে কোপ নেমে এসেছে, সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যকে। ভোটব্যাঙ্কের চিন্তাও মাথাও রাখা হয়েছে। আপাতত যা খবর, বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন নেতা শপথ নিতে চলেছেন। সেই তালিকায় বাংলার চারজনও আছেন। শপথ বাক্য পাঠ করেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এখন এক নজরে দেখে নিন শপথ নিতে চলা ৪৩ জনের তালিকা-

নারায়ণ টাটু রাণে

সর্বানন্দ সোনওয়াল

বীরেন্দ্র কুমার

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

রামচন্দ্র প্রসাদ সিংহ

অশ্বিনী বৈষ্ণব

পশুপতি কুমার পারস

কিরেন রিজুজু

রাজকুমার সিংহ

হরদীপ সিংহ পুরী

মনসুখ মান্ডব্য

ভূপেন্দ্র যাদব

পরসোত্তম রুপালা

জি কিষেণ রেড্ডি

অনুরাগ সিংহ ঠাকুর

পঙ্কজ চৌধুরী

অনুপ্রিয়া সিং প্যাটেল

সত্যপাল সিং বাঘেল

রাজীব চন্দ্রশেখর

শোভা করন্ডালাজে

ভানুপ্রতাপ সিংহ বর্মা

দর্শনা বিক্রম জারদোসা

মীনাক্ষী লেখি

অন্নপূর্ণা দেবী

এ নারায়ণস্বামী

কুশল কিশোর

অজয় ভট্ট

বি এল ভার্মা

অজয় কুমার

চৌহান দেবুসিন

ভগবত খুবা

কপিল মোরেশ্বর পাটিল

প্রতীমা ভৌমিক

সুভাষ সরকার

ভগবত কিষাণরাও কারাদ

রাজকুমার রঞ্জন সিংহ

ভারতী প্রবীন পাওয়ার

বীরেশ্বর টুডু

শান্তনু ঠাকুর

মাঞ্জাপাড়া মহেন্দ্রভাই

জন বার্লা

এল মুরুগান

নিশীথ প্রামাণিক

তবে আগের মন্ত্রিসভার থেকে এবার বাংলার প্রতিনিধিত্ব বেড়ে দ্বিগুণ হলেও কোনও পূর্ণমন্ত্রী পাচ্ছে না বাংলা। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী আগের দুই প্রতিমন্ত্রীই ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। আর তাদের জায়গায় নরেন্দ্র মোদী মন্ত্রীসভার নবগঠিত নতুন মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকার। 

এদিকে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের তরুণ নেতা তথা এবারের মন্ত্রীসভায় সংযোজিত হতে চলা সবথেকে বড় চমক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেতে চলেছেন গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রকের দায়িত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*