নাবলকদের সোশ্যাল মিডিয়া করতে গেলে দরকার বাবা মায়ের সম্মতি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বর্তমানে সকলের হাতেই স্মার্ট ফোন। হাতে ফোন আসলো মানেই অবাধে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করে যেকোনও বয়সের মানুষই। এই তালিকায় বাদ নেই শিশুরাও। বাদ যায় না শিশুরাও। এরফলে চরম বিপদ ডেকে আনছে কিশোর-কিশোরীরা। তাই এই ব্যাপারে এবার সক্রিয় হল কেন্দ্রীয় সরকার। শিশুদের অবাধে সোশ্যাল মিডিয়ায় বিচরণ বন্ধ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। আর মাত্র কয়েকদিন পর এ নিয়ে বিশেষ ঘোষণা করা হবে।

সম্প্রতি ডিজিটাল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট-এর খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, চলতি বছর ১৮ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে। নতুন খসড়ায় বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে বাবা-মায়ের সম্মতি নিতে হবে। এর ফলে, শিশুদের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে।
যদিও এই বিষয়ে কেন্দ্র সরকার সাধারণ মানুষের মতামত চেয়েছে। ১৮ ফেব্রুয়ারির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে এই মতামত বিবেচনা করা হবে। তবে এই আইনে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*