‘মোকা’ মোকাবিলায় সতর্ক প্রশাসন, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Spread the love

ঘূর্ণিঝড় ‘মোকা’ মোকাবিলায় পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোকা নিয়ে ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। সরকার সবটাই নজরে রাখছে।

মুখ্যমন্ত্রী জানান, আন্দামানের কাছে এটি নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়েছে। এর জেরে ৯ ও ১০ তারিখ ঝড়বৃষ্টি হতে পারে। সেটা ১১ মে পর্যন্ত চলতে পারে। মমতা বলেন, বাংলার উপকূল অঞ্চলে এর প্রভাব পড়তে পারে। সেই কারণে সুন্দরবন, দিঘা অঞ্চলের উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে ওখান থেকে বাসিন্দাদের উদ্ধার করে আনা হবে।

‘মোকা’ মোকাবিলায় ব্যবস্থা যা যা ব্যবস্থা
• নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
• কন্ট্রোলরুম কাজ করছে।
• এনডিআর‌এফ মজুত আছে।
• ২৫ লাখ ত্রিপল, ৭১ লাখ রিলিফ মেটিরিয়াল জেলাগুলিতে দেওয়া আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*