সংযুক্ত আরব আমিশাহীর এক ব্যবসায়ীর কাছে অনলাইনে ‘কুমারীত্ব’ বিক্রি করেছেন এক মার্কিন তরুনী। ১৯ বছর বয়সী মার্কিন মডেল গিসেলেযার জন্য ২০ লাখ পাউন্ড পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ মোটানোর জন্য তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন। গিসেলে জানিয়েছে যে, তিনি স্বপ্নেও ভাবিনি এত মূল্য পাবেন। তার স্বপ্ন সত্যি হলো।
সূত্রের খবর, সিনড্রেলা এসকর্টস নামের জার্মানিভিত্তিক একটি ওয়েবসাইট এই বাণিজ্যের মধ্যস্থতা করে। ওয়েবসাইটটির মালিক জার্মানির ডর্টমুন্ডের ২৭ বছরের জ্যঁ জ্যাগবিলস্কি। জ্যাগবিলস্কি এক সাক্ষাৎকারে বলেন, এই বেচাকেনায় যে লাভ হয়, তার ২০ শতাংশ তাঁর প্রতিষ্ঠান পায়। জ্যাগবিলস্কি এও জানান, যে মেয়ে মানসিকভাবে যথেষ্ট পরিপূর্ণ নন, বা মানসিকভাবে সুস্থ নন, তাদেরকে এই সংস্থা সুযোগ দেন না।
তবে গিসেলের এই ঘটনা দেখাল, কী বিপুল পরিমাণ অর্থ ব্যবসায়ীরা ব্যয় করতে পারেন মেয়েদের কুমারীত্ব কেনার জন্য।
Be the first to comment