কৃষকদের জন্য বড়সড় স্বস্তি! ১৪টি শস্যের সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন মন্ত্রীসভার, বদল MSME সেক্টরের সংজ্ঞাতেও

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সোমবার নেওয়া হল বেশ কিছু গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত ৷ তার মধ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত হল, এই পরিস্থিতিতে কৃষকদের জন্য ১৪ টি শস্যের এমএসপি বাড়ানোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ৷

সোমবার থেকেই লকডাউন পাঁচ ও আনলক ওয়ান শুরু হয়েছে ৷ কন্টেইনমেন্ট জোনগুলি বাদে বাকি এলাকায় অর্থনৈতিক কাজকর্মে প্রায় পুরোটাই ছাড় দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে ৷ দ্বিতীয়বার দায়িত্ব নেওয়া মোদি সরকার দু বছর পূর্ণ করার পর এটাই মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, নীতিন গড়কড়ি , নরেন্দ্র সিং তোমরের উপস্থিতিতে নেওয়া হয় বড় সিদ্ধান্তগুলি ৷

কৃষকদের জন্য ঘোষণার পাশাপাশি জানানো হয়েছে MSME সেক্টরকে উজ্জীবিত করে অর্থনীতি চাঙ্গা করতে ২০,০০০ কোটি টাকা ছেড়ে দেওয়া হয়েছে ৷

পাশাপাশি জানানো হয়েছে Agricultural Produce Marketing Committee (APMC) Act এ বদল আনার মতো ঐতিহাসিক সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয়েছে ৷ যাতে পরিবর্তনশীল প্রেক্ষাপটে সেটা নিয়ে আসা যায় তার মতো করে হবে নতুন আইন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*