২৬/১১-র স্মৃতি উস্কে দিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি

Jabalpur: Prime Minister Narendra Modi addresses a public meeting for Madhya Pradesh Assembly elections campaign, in Jabalpur, Sunday, Nov. 25, 2018. (PTI Photo) (PTI11_25_2018_000221B)
Spread the love
২০০৮ মুম্বই হামলার ১০ বছর পূর্তিতে ২৬/১১-র স্মৃতি উস্কেই কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজস্থানের ভিলওয়ারে কংগ্রেসকে প্রধানমন্ত্রীর কটাক্ষ, মুম্বই হামলার সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস৷ আর তারাই কিনা বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছে৷
সোমবার রাজস্থানে তিনটি সভা করছেন প্রধানমন্ত্রী৷ প্রথম সভা ভিলওয়ারে৷ কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রীর কথায়, ‘কংগ্রেস আমাদের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে৷ প্রমাণের জন্য সেনা জওয়ানরা কি ক্যামেরা নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবে? যখন মুম্বই হামলা হয়েছিল, তখন দিল্লিতে ম্যাডাম রিমোট কন্ট্রোলে সরকার চালাতেন৷
এরপরই রাহুলকে খোঁচা দিয়ে জনতার উদ্দেশ্যে মোদির প্রশ্ন, ‘কখনও শুনেছেন, আমি ছুটিতে গিয়েছি? কখনও শুনেছেন, এক সপ্তাহের জন্য আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি আমার প্রতিটি কাজ ও সিদ্ধান্তের জবাবদিহি করতে পারি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*