প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ ফেব্রুয়ারি থেকে তিন দিনের সফরে প্যালেস্টাইনের রামাল্লা সহ কিছু পশ্চিম এশীয় দেশগুলিতে যাচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাশাহি (UAE) এবং ওমানে ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সফর করবেন।
এই পশ্চিম এশীয় দেশগুলিতে নরেন্দ্র মোদির সফর সম্পর্কে মন্ত্রী পরিষদে বৈঠক হয়। তিনি প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্যালেস্টাইনে একটি ঐতিহাসিক সফর করবেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও মোদির এই নিয়ে সংযুক্ত আরব আমিরাশাহি (UAE)তে দ্বিতীয় সফর হবে, ২০১৫ সালের আগস্টে প্রথম বার গিয়েছিলেন। আর ওমানে তাঁর প্রথম সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে প্যালেস্টাইনের নেতাদের সঙ্গে “পারস্পরিক স্বার্থের বিষয়ে মোদির আলোচনা হবে”। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, এই সফরের সময় ভারত এইসব দেশের সাথে “বিস্তৃত” অংশীদারিত্ব করবে এবং প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের মতো আরো কৌশলগত ক্ষেত্রের উপর নজর রাখবে। তবে প্যালেস্টাইনে এই সব আনুষ্ঠানিক আলোচনার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইয়াসির আরাফাত মিউজিয়ামে যাবেন,পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারী বিলা ভাস্কর জানান।
Be the first to comment