নাম না করে রাহুল গান্ধিকে ডিসলেক্সিয়া আক্রান্ত রোগীর সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। দেরাদুনের ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সঙ্গে “স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০১৯”- প্রোগ্রামের একটি ভিডিয়ো কনফারেন্স চলাকালীন এক ছাত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নমো এই মন্তব্য করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ছাত্রী তাঁকে বলছে, আমাদের কাছে একটি ভাবনা আছে যার মাধ্যমে ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের সাহায্য করা যেতে পারে। এদের পড়া ও লেখার গতি খুব কম। কিন্তু এদের মধ্যে উচ্চ মাত্রার বুদ্ধিমত্তা ও সৃজনী শক্তি বর্তমান। আপনি যেমন তারে জমিন পর সিনেমায় দেখেছেন। সেইসময় মোদী ওই ছাত্রীকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, এই ভাবনা কি একজন ৪০-৫০ বছরের শিশুর জন্য কার্যকরী হতে পারে? সঙ্গে সঙ্গেই সব ছাত্রছাত্রীরা হেসে ওঠে। তখনই ছাত্রীটি উত্তর দেয়, হ্যাঁ স্যার হতে পারে। মোদী আবার বলেন, তাহলে ওই শিশুদের মায়েরা খুব খুশি হবেন।
তবে মোদীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন অনেকে। ডিসলেক্সিয়া আক্রান্ত রোগীদের নিয়ে মজা করার জন্য সোশাল মিডিয়ায় কড়া সমালোচনার সম্মুখীনও হয়েছেন তিনি।
গোয়া ইউনিট অফ দা ন্যাশনাল স্টুডেন্টস(NSUI)- র প্রেসিডেন্ট আরাজ মুল্লা বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। তিনি দেশের অন্যতম সর্বোচ্চ পদে রয়েছেন। ডিসলেক্সিয়া আক্রান্ত রোগীদের নিয়ে তাঁর এই মন্তব্য রোগীদের হতাশা, উদ্বিগ্নতা আরও বাড়াতে পারে।
Be the first to comment