G-20 সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ। ওসাকায় G-20 সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে মদত দেয় এমন সমস্ত মাধ্যমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে BRICS-র সদস্য সমস্ত দেশের কাছে আবেদন জানালেন মোদী।

শুক্রবার G-20 সম্মেলনের প্রথম দিনে BRICS-র শীর্ষ নেতৃত্বের সামনে বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন নমো। তার মধ্যে দুটি হল আন্তর্জাতিক বাণিজ্যের পতন রুখতে ব্যবস্থা, প্রযুক্তির উন্নয়ন বজায় রাখা ও উষ্ণায়ন রোধে ব্যবস্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একত্রে সন্ত্রাসবাদের মোকাবিলা করা।

পাশাপাশি এদিন সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদীরা শুধু নিরীহ, নিরাপরাধদের প্রাণই কাড়ে না। পাশাপাশি আর্থিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করে। যেসমস্ত মাধ্যম সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*