‘সন্ত্রাসের আদর্শ ক্ষণস্থায়ী’, তালিবানি উদ্বেগের মাঝে কড়া বার্তা নরেন্দ্র মোদীর

Spread the love

তালিনাবি দখলদারি নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন, তখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়াবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী সোমনাথ মন্দিরের বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনের সময় বলেন, ধ্বংসাত্মক ও নাশকতামূলক শক্তি কিছু সময়ের জন্য সফল হতে পারে, তবে তাদের অস্তিত্ব স্থায়ী হয় না। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির মাঝে মোদীর এই পরোক্ষে বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদী এদিন বলেন, ‘সোমনাথ মন্দির বহুবার ধ্বংস করা হয়েছে, বিগ্রহ বহুবার অপবিত্র করা হয়েছে। এর অস্তিত্ব বিলোপের চেষ্টা করা হয়েছে। তবে প্রত্যেক ধ্বংসাত্মক হামলার পরও স্বমহিমায় রয়েছে এই মন্দির। যেটি আমাদের আত্মবিশ্বাস জাগায়। যে সব বাহিনী ধ্বংসের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যারা সন্ত্রাসের আদর্শ নিয়ে সাম্রাজ্য স্থাপন করতে চাইছে, তারা কিছু সময়ের জন্য সফল হতে পারে। তবে তাদের অস্তিত্ব কখনও চিরস্থায়ী হয় না, কারণ তারা কোনওদিন মানবতাকে দমন করে রাখতে পারে না।’

তবে এদিনের বক্তৃতায় মোদী টেনে এনেছেন রাম মন্দিরের প্রসঙ্গও। নয়া ভারত গড়ার পথে রাম মন্দির অন্যতম একটি স্তম্ভ বলেও তিনি এদিন দাবি করেছেন। তাঁর কথায়, ‘যখন আমি ভারত জোড়ো আন্দোলনের কথা বলি, তার মধ্যে শুধু ভৌগোলিক ও আদর্শগত সংযোগের বিষয় থাকে না। কিন্তু ইতিহাসকে এগিয়ে নিয়ে গিয়ে নতুন ভারত গড়ার শপথও থাকে। নতুন ভারতের শক্তিশালী স্তম্ভ হিসেবে রাম মন্দির গড়ে তোলা হচ্ছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*