নির্বাচনের ঠিক আগেই “ম্যায় ভি চৌকিদার” দিয়ে প্রচার অভিযান শুরু করলেন নরেন্দ্র মোদী। শনিবার টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করেন তিনি। টুইট বার্তায় মোদী বলেন, আপনার চৌকিদার দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং দেশের সেবা করছে। কিন্তু আমি একা নই। যারাই দেশের দুর্নীতি, অপরিচ্ছন্নতার বিরুদ্ধে লড়াই করছে তারা সকলেই চৌকিদার। যারা দেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে তারাও চৌকিদার। আজ সকল ভারতবাসী বলছে ম্যায় ভি চৌকিদার।
প্রসঙ্গত, রাফাল দুর্নীতির পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী স্লোগান তোলেন, চৌকিদার চোর হ্যায়। রাহুল গান্ধী বলেন, পাঁচ বছর আগে চৌকিদার বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। কংগ্রসমুক্ত ভারত গড়বেন। কিন্তু এখন সেই আচ্ছে দিন আয়েঙ্গের স্লোগান বদলে চৌকিদার চোর হ্যায় হয়েছে। সম্প্রতি পোস্ট করা ভিডিওতে গত ৫ বছরে দেশের উন্নতি, বিজেপির কাজের খতিয়ান-সহ একাধিক সাফল্যকে তুলে ধরা হয়েছে ৷
ভিডিওটি পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় ৷ এখন ট্যুইটারে সারা বিশ্বের ট্রেন্ডিং লিস্টের মধ্যে এক নম্বরে রয়েছে #MainBhiChowkidar
Be the first to comment