প্রথম পর্বের নির্বাচন হয়ে গেছে ১২ নভেম্বর। ছত্তীসগড়ের দ্বিতীয় ও শেষ পর্বের নির্বাচন ২০ নভেম্বর। সেই উপলক্ষ্যে নির্বাচনী প্রচার করতে বৃহস্পতিবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ দিন কিছুটা অন্যভাবে পাওয়া গেল প্রধানমন্ত্রীকে।
বৃহস্পতিবার ছত্তীসগড়ের অম্বিকাপুরে এক সভায় গেছিলেন প্রধানমন্ত্রী মোদী। যাওয়া মাত্র সেখানকার এক নেতা মোদীর হাতে ধরিয়ে দেন স্থানীয় এক লাল রংয়ের ঢোল। সেটা বাজানোর জন্য তিনি অনুরোধও করেন মোদীকে। হাসিমুখে সেই অনুরোধ মেনে প্রধানমন্ত্রী সেই ঢোল বাজানো শুরুও করেন।
মঞ্চে উপস্থিত নেতা কর্মী ও উপস্থিত সমর্থকদের ঢোলের তালে তালে হাততালি দিতেও দেখা যায়। নির্বাচনী সভায় শুরু হয় এক অন্যরকম আনন্দের পরিবেশ। বেশ কিছুক্ষণ ঢোল বাজিয়ে তারপর নিজের বক্তব্য রাখেন মোদী। নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী প্রথমেই ছত্তীসগড়ের মানুষদের ধন্যবাদ জানা। তিনি বলেন, ” প্রথম পর্বের নির্বাচনে বাস্তারের মাওবাদী অধ্যুষিত এলাকায় যেভাবে মানুষ সতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন তাতে তাঁদের প্রশংসা করা উচিত। বাস্তারের মানুষদের এই সাহসকে ধন্যবাদ জানানোর একটা উপায় আমি আপনাদের বলছি। ২০ নভেম্বর আরও বেশি মানুষ ভোট দিন। তবেই এই সাহসী মানুষদের ধন্যবাদ জানানো হবে।”
নিজের বক্তব্যে মোদী টেনে আনেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গও। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীনই নতুন রাজ্যের স্বীকৃতি পায় ছত্তীসগড়। মোদী এ দিন সভা থেকে বলেন, ছত্তীসগড়ের উন্নতির জন্য অনেক কাজ করেছেন বাজপেয়ী। কিন্তু পৃথক তেলেঙ্গানা তৈরি করেও সেই রাজ্যের কোনও উন্নতি করেনি কংগ্রেস।
তবে বৃহস্পতিবারের নির্বাচনী প্রচারে শিরোনামে ছিল মোদীর ঢোল বাজানো। এই প্রথম নয়, এর আগেও ঢোল বাজিয়েছেন নরেন্দ্র মোদী। নেপালে গিয়ে সেখানকার স্থানীয় ঢোল বাজাতেও দেখা গেছিল প্রধানমন্ত্রীকে।
Be the first to comment