আবারও দিল্লির দরবারে রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নানা তথ্য দেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ যদিও তাঁর দাবি সৌজন্য সাক্ষাৎ সারতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি ৷
দিল্লির প্রশাসনিক মহল সূত্রে খবর, এবারের সফরে ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন ধনকড় ৷ তাছাড়়া, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিশন রেড্ডির সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল ৷ কলকাতা তথা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গুরুত্ব যাতে আরও বাড়ানো হয়, মন্ত্রীর কাছে সেই আবেদন করেন ধনকড় ৷ পরে টুইটারেও এই বৈঠকের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷
প্রসঙ্গত, বাংলার সাংবিধানিক প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই বরাবর সক্রিয় থেকেছেন জগদীপ ধনকড় ৷ একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়ালেও কেন্দ্রের সঙ্গে বরাবরই সখ্য বজায় রেখেছেন তিনি ৷ যার জেরে তাঁর বিরুদ্ধে বহুবার বিজেপির ‘দালালি’ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷
Be the first to comment