মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি এখন তেরঙা

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারে এখন জ্বলজ্বল করছে তেরঙা৷ মঙ্গলবারই নিজের অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বদলে নয়া অভিযান শুরু করলেন তিনি ৷ জাতীয় পতাকাকে সেলিব্রেট করার জন্য দেশবাসীও যাতে তাঁর পথ অনুসরণ করে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি তেরঙা করেন, সেই আর্জি জানিয়েছেন নমো ৷

রবিবার রেডিয়ো অনুষ্ঠান ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ দেশজুড়ে গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! এই ‘আন্দোলন’কে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ডাক দেন তিনি ৷ ২ থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রত্য়েক দেশবাসীকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ‘প্রোফাইল পিকচার’-এ জাতীয় পতাকা বা তেরঙার ছবি রাখার আবেদন জানান প্রধানমন্ত্রী ৷ সেই মতোই আজ সাতসকালে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বদলান।

এরপর টুইট করে লেখেন, আজ একটা বিশেষ ২ অগস্ট ৷ আমরা যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, আমাদের তেরঙাকে সেলিব্রেট করতে সম্মিলিত অভিযান হর ঘর তিরঙ্গা পালনের জন্য আমাদের দেশ তৈরি ৷ আমার সোশ্যাল মিডিয়ার পাতায় ডিপি বদলেছি ৷ আপনাদেরও সবাইকে এটা করার জন্য অনুরোধ করছি ৷

ভারতের জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন পিঙ্গালি বেঙ্কাইয়া ৷ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকেও শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি ৷ তিনি লেখেন, আমাদের দেশ চিরকাল তাঁর কাছে ঋণী হয়ে থাকবে কারণ তিনি আমাদের তেরঙা দিয়েছিলেন ৷ যার জন্য আমরা গর্বিত ৷ তেরঙা থেকে অনুপ্রেরণা ও শক্তি সঞ্চয় করে আমরা দেশের উন্নতির প্রচেষ্টায় কাজ করে যাব ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*