রাজ্যের বন্যা পরিস্থিতিকে ‘ম্যান মেড’ বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই টুইট করে বন্যা পরিস্থিতির ঘটনায় মৃতদের জন্য ২ লাখ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PMO দফতর থেকে করা টুইটে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে পশ্চিমবঙ্গে বন্যার জেরে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২ লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা।’
প্রসঙ্গত, রাজ্যের বানভাসি এলাকা ঘুরে দেখার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে DVC। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে নিশানা করলেন তিনি। DVC জলাধারের পলি পরিষ্কার করে না, অভিযোগ তুলেছিলেন তিনি। এবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লেখেন মমতা।
তিন পাতার চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘৫৪ হাজার কিউসেক জল ছাড়ার কথা বলে ২ লাখ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। যার ফলে ভেসে গিয়েছে বাংলার বিভিন্ন জেলা। দুর্ভোগে কয়েক লাখ মানুষ।’ চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ম্যান মেড বন্যার ফলে ক্ষতির মুখে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে কেন্দ্রকে জানাবে রাজ্য বলে উল্লেখ চিঠিতে।
বুধবার সকালেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খবরাখবর নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকমের আশ্বাস দিয়েছিলেন তিনি।
Be the first to comment