রান্নার গ্যাসের জন্য উজ্জ্বলা ২.০ প্রকল্পের সূচনা নরেন্দ্র মোদীর

Spread the love

মঙ্গলবার উজ্জ্বলা প্রকল্পের দ্বিতীয় সংস্করণের (উজ্জ্বলা ২.০) সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে প্রকল্পের আওতায় আরও এক কোটি উপভোক্তাকে রান্নার গ্যাস প্রদান করা হবে। ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা প্রকল্পের সূচনা করেছিলেন মোদী। যে প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশে দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি পরিবারে এলপিজি রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। সেজন্য ২০২০ সালের মার্চের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল।

পরে ২০১৮ সালের অগস্টে আরও সাতটি শ্রেণির মহিলাদেরও সেই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। তাঁরা হলেন – তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাভুক্ত, অন্তোদ্যয় অন্ন যোজনা, বনে বসবাসকারী, সবথেকে পিছিয়ে পড়া শ্রেণি, চা-বাগান এবং দ্বীপে বসবাসকারী মহিলারা। সেইসঙ্গে রান্নার গ্যাস দেওয়ার লক্ষ্যমাত্রা বাড়িয়ে আট কোটি করা হয়েছিল।কেন্দ্রের দাবি, ২০১৯ সালের অগস্টের মধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গিয়েছে।

উজ্জ্বলা ২.০ যোজনা :

১) প্রথম পর্যায়ে যাঁরা (যাঁদের প্রথম দফায় দেওয়া হবে বলা হয়েছিল) গ্যাসের কানেকশন পাননি, তাঁদের জন্য ‘উজ্জ্বলা ২.০’ প্রকল্প চালু করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এক কোটি রান্নার গ্যাসের সংযোগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

২) দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ মিলবে। প্রথমবার গ্যাস ভরতে কোনও টাকা লাগবে না। উপভোক্তাদের বিনামূল্যে উনুন দেওয়া হবে।

৩) নথিভুক্তকরণ প্রক্রিয়ায় আরও সরল হয়েছে। পরিযায়ীদের রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে না। যে পরিবার এবং ঠিকানার স্বপক্ষে স্বঘোষিত ঘোষণাপত্র দিতে হবে। সেটাই যথেষ্ট।

আবেদনের শর্ত :

১) আবেদনকারীকে মহিলা হতে হবে।

২) মহিলাদের বয়স ১৮ হতে হবে।

৩) পরিবারের অন্য কারও নামে রান্নার গ্যাসের সংযোগ থাকা যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*