বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার টুইট করেন, “সুপ্রভাত সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গাপুরে পৌঁছে গেছেন। ১৩ তম ইস্ট এশিয়া সামিট ও এই সংক্রান্ত বৈঠকে যোগ দিতে এক বছরের মধ্যে লায়ন সিটিতে এই নিয়ে দ্বিতীয়বার এলেন তিনি। আর ইস্ট এশিয়া সামিটে এলেন মোট পাঁচবার।”
প্রধানমন্ত্রী মোদী সিঙ্গাপুরের হোটেলে ঢোকার সময় ভারত মাতা কী জয় ও বন্দেমাতরম স্লোগান তুলে তাঁকে স্বাগত জানানো হয়। দু’দিনের সিঙ্গাপুর সফরে এসে ১৬ তম ASEAN ব্রেকফাস্ট সামিটের পাশাপাশি দ্বিতীয় রিজিওনাল কমপ্রেহেনসিভ ইকনমিক পার্টনারশিপ(RCEP) সামিটেও যোগ দেওয়ার কথা তাঁর। সেই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন। একাধিক বৈঠকের মাঝে অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও বৈঠক করবেন।
Be the first to comment