জুড়ে গেল কাশ্মীর থেকে লাদাখ, ২,৭০০ কোটির জেড মোড় টানেলের উদ্বোধন করলেন মোদি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ, সোমবার জম্মু ও কাশ্মীরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনমার্গে জেড মোড় টানেলের উদ্বোধন করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন জয়রাম গড়করি এবং ডক্টর জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানটি টানেলের পূর্ব পোর্টালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টানেল পরিদর্শন করেন।

এই জেড মোড় টানেলটি জাতীয় গুরুত্বের দিক থেকেও একটি অন্যতম প্রকল্প, যা গ্রীষ্ম ও শীতের মরশুমে এই অঞ্চলকে সংযুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেড-মোড় টানেলের উদ্বোধন পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ভ্রমণকে আগের তুলনায় আরও সহজ করে তুলবে এবং কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখকে সংযুক্ত করতেও সাহায্য করবে। এই প্রকল্পটি এলাকার সামগ্রিক পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৮,৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২,৭০০ কোটি টাকা। এর ফলে কাশ্মীর এবং লাদাখের মধ্যে সারা বছর ধরে সংযোগ রক্ষা করা সম্ভব হবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রতিরক্ষা ব্যবস্থায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেনা সরঞ্জাম, ওষুধ এবং খাদ্যসামগ্রী লাদাখের দুর্গম অঞ্চলে পৌঁছানো এখন অনেক সহজ হবে।
প্রসঙ্গত, এটি ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরে তাঁর প্রথম সফর এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর জম্মু-কাশ্মীরে তার ১২তম সফর। জেড-মোড় টানেলের উদ্বোধনের সঙ্গে সঙ্গে সোনমার্গ সারা বছর পর্যটনের জন্য উন্মুক্ত থাকবে। সোনমার্গ এখন একটি দুর্দান্ত স্কি রিসর্টে পরিণত হতে চলেছে। স্থানীয় লোকজনকে শীত উপভোগ করতে আর বাইরে কোথাও যেতে হবে না। শ্রীনগর থেকে কার্গিল-লেহ ভ্রমণের সময়ও আগের তুলনায় অনেকটা কমে যাবে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে তার শেষ ১১টি সফরের সময়, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন এবং হাজার হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। এর আগে ৪ জুলাই, ২০১৪-এ, প্রধানমন্ত্রী মোদি বৈষ্ণোবদেবী মন্দিরের মূল বেস ক্যাম্প কাটরার সঙ্গে সংযোগকারী উধমপুর-কাটরা রেলপথের উদ্বোধন করেন। ওই বছরের সেপ্টেম্বরে ভয়াবহ বন্যার সময় তিনি ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে পরিদর্শন করেন এবং উদ্ধার ও পুনর্বাসনের জন্য এক হাজার কোটি টাকার ত্রাণ প্যাকেজের ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*