সাংবিধানিক পদে থেকে অসহযোগিতা করছে; নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ ঠুকলেন মমতা

Spread the love

কোভিড পর্যায়ে কেন্দ্রের তরফে অসহযোগিতা পাননি ৷ করোনা মোকাবিলায় সহযোগী প্রধানমন্ত্রী ৷ কয়েক দফায় কথা বলেছেন ৷ আপনি সহযোগী হলেও কেউ কেউ সাংবিধানিক পদে থেকে রাজ্যকে বিরক্ত করছে, অসহযোগিতা করছে ৷ সরাসরি নাম না করে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে নালিশ ঠুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ভিডিও কনফারেন্সে ICMR’এর উন্নত প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরি উদ্বোধনে নাম না করে এই ভাষাতেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনাযুদ্ধে প্রধানমন্ত্রীর সহযোগিতা আমরা পেয়েছি ৷ করোনা মোকাবিলায় কয়েক দফায় কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু কেউ কেউ রাজ্যকে বিরক্ত করছে৷ সাংবিধানিক পদে থেকে রাজ্যের কাজে অসহযোগিতা করছেন যা কাম্য নয় ৷ সবাই তো নির্বাচিত, সকলে মিলে আসুন না কাজ করি।

পাশাপাশি বৈঠকের শুরুতেই ইউজিসির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথমে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে না বলে জানানো হয়েছিল। পরে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। বর্তমান পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব তা জানতে চান মুখ্যমন্ত্রী।

ছাত্রছাত্রীদের স্বার্থের কথা খেয়াল রেখেই প্রধানমন্ত্রীকে আরও মানবিক হতে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, স্নাতক ও স্নাতকোত্তরস্তরের পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই ইউজিসির জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালতও।

এদিন উচ্চক্ষমতা সম্পন্ন কোভিড-১৯ নমুনা পরীক্ষা করার যন্ত্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতার নাইসেড-এ এই যন্ত্রের উদ্বোধন করেন তিনি ৷ দিনে ৩,০০০ নমুনা পরীক্ষা করতে সক্ষম এই যন্ত্রটি ৷

উল্লেখ্য, দেশের সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বেড়ে চলেছে বাংলাতেও ৷ তার মাঝে এত উন্নত ল্যাব বাংলায় হওয়ায় কেন্দ্রকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে তিনি আর্জি জানান, বাংলা পুরো বিনামূল্যে করোনার চিকিৎসা করছে ৷ প্রধানমন্ত্রীজী আপনি তা গোটা বিশ্বকে জানান৷ এমন উদাহরণ আর কোথাও পাবেন না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*