সোমবারই দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে ৪টে সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
মিশন ২০২৪। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধী জোট গঠনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হয়েছেন তিনি। সোমবার দিল্লি রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী, সেদিনই আবার পেগাসাস কাণ্ডে তদন্ত কমিটির গঠনের প্রস্তাব অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা। সংসদে এই ইস্যুতে সরব দলের সাংসদরা।
প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশ চলাকালীন ৫ দিন দিল্লিতে থাকছেন মমতা। এবারের সফরে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, বিধানসভা ভোটের এই প্রথম দিল্লিতে মুখোমুখি বৈঠকে বসবেন মোদী-মমতা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, এই বৈঠকে রাজ্যে ভ্যাকসিন-সংকট, কেন্দ্রের কাছে বকেয়া টাকা প্রসঙ্গে আলোচনা হতে পারে। পাশাপাশি, বিরোধী ফ্রন্ট গঠনের লক্ষ্যে বৈঠক করতে পারেন সোনিয়া গান্ধী, শরদ পাওয়ারের মতো বিরোধী দলের নেতাদের সঙ্গে। এমনকী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও সাক্ষাতের সময় চেয়েছেন মমতা।
Be the first to comment