পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সহ বাংলাকে বেশি করোনার টিকা দেওয়া নিয়ে আর্জি মোদীকেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

শেষ হলো মোদী এবং মমতার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক চলে। সূত্রের খবর, মোদীর সঙ্গে বৈঠকের পর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিক বৈঠক করবেন তিনি। মঙ্গলবার ৪ টে বাজার মিনিট পাঁচেক আগেই প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের মমতা জানিয়েছেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি। দু’বছর পর দিল্লিতে এলাম। সৌজন্য সাক্ষাৎকার এটা। নির্বাচনের পর প্রোটোকল মেনে দেখা করেছি। মমতা জানান, সংক্ষিপ্ত এই বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে মূলত দুটি দাবি জানিয়েছেন তিনি। প্রথমত, রাজ্যে করোনা টিকার সরবরাহ বৃদ্ধির আবেদন জানিয়েছেন। দ্বিতীয়ত, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে ‘বাংলা’য় পরিবর্তনের বিষয়টি দেখতে বলেছেন তিনি।

https://www.facebook.com/DigitalJagoBangla/videos/348488543591846/
ভিডিও সৌজন্যেঃ জাগো বাংলা ডিজিটালের ফেসবুক পেজ”

সেইসঙ্গে মমতা বলেন, করোনার বিষয়ে আলোচনা করেছি। বাড়তি করোনা টিকা, ওষুধ চেয়েছি। জনসংখ্যার তুলনায় কম পেয়েছি আমরা। সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আগে সবাইকে টিকা দিতে চাই। তবে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি অবশ্যই দেখবেন।

পাশাপাশি মমতা জানান, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছে। অনেকদিন ধরে পড়ে আছে। প্রধান্মন্ত্রীকে অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছি। বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল সোনিয়াজির সঙ্গে চায়ে পে চর্চা রয়েছে।’ পেগাসাস ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকের বিষয়টিও এদিনের বৈঠকে আলোচিত হয় বলে জানান তৃণমূল সুপ্রিমো।

এছাড়া কমল নাথ এবং আনন্দ শর্মার সঙ্গে আলোচনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুরনো দিন এবং নতুন দিন মিলিয়ে কথা হয়েছে।’ সঙ্গে জানান, আগামীকাল অর্থাৎ বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে ‘চায় পে চর্চা’ করতে যাবেন। দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। 

মমতা এদিন মনে করিয়ে দেন ২০২৪ সালে লোকসভা ভোট এখন দেরি আছে। কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তার আগে উত্তরপ্রদেশ, পঞ্জাব, ত্রিপুরায় ভোট আছে। ত্রিপুরায় আমাদের ছেলেদের আটকে রেখেছে। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে দেখার করার জন্য আরটিপিসিআর কোভিড টেস্টের রিপোর্ট চাওয়া হচ্ছে। আমার কোভিডের দুটি টিকাই নেওয়া। কিন্তু আমি দিল্লিতে কীভাবে কোভিড টেস্ট করাব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*